মথি 5:35 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী35 আর যিরুশালেমের দিব্যি কর না, কারণ তা মহান রাজার শহর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 আর জেরুশালেমের নামে কসম খেয়ো না, কেননা তা মহান বাদশাহ্র নগরী। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ35 কিংবা পৃথিবীর নামে নয়, কারণ তা ঈশ্বরের পাদপীঠ; আবার জেরুশালেমের নামেও নয়, কারণ তা মহান রাজার নগরী। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 পৃথিবীর নামেও নয়, কারণ পৃথিবী হল তাঁর পাদপীঠ, কিম্বা জেরুশালেমের নামেও নয়, কারণ তা হল রাজ রাজেশ্বরের রাজধানী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 আর যিরূশালেমের দিব্য করিও না, কেননা তাহা মহান্ রাজার নগরী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 পৃথিবীর নামে শপথ করো না, কারণ পৃথিবী ঈশ্বরের পাদপীঠ। জেরুশালেমের নামেও শপথ করো না, কারণ তা হল মহান রাজার নগরী। অধ্যায় দেখুন |