মথি 5:28 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ কোনো স্ত্রীলোকের দিকে লালসাপূর্ণ ভাবে দেখে, তখনই সে হৃদয়ে তার সাথে ব্যভিচার করল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 কিন্তু আমি তোমাদেরকে বলছি, যে কেউ কোন স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তার সঙ্গে জেনা করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 কিন্তু আমি তোমাদের বলছি যে, কেউ যদি কোনো নারীর প্রতি কামলালসা নিয়ে দৃষ্টিপাত করে, সে তক্ষুনি মনে মনে তার সঙ্গে ব্যভিচার করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 কিন্তু আমি তোমাদের বলছি, কোন নারীর দিকে কেউ যদি কুদৃষ্টি দেয় তাহলে সে তখনই মনে মনে তার সঙ্গে ব্যভিচার করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 “তুমি ব্যভিচার করিও না”। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ কোন স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 কিন্তু আমি তোমাদের বলছি কেউ যদি কোন স্ত্রীলোকের দিকে লালসাপূর্ণ দৃষ্টিতে তাকায় তবে সে মনে মনে তার সঙ্গে যৌন পাপ করল। অধ্যায় দেখুন |