মথি 27:62 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী62 পরের দিন, অর্থাৎ আয়োজন-দিনের র পরের দিন, প্রধান যাজকেরা ও ফরীশীরা পীলাতের কাছে একত্র হয়ে বলল, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস62 পরদিন, অর্থাৎ আয়োজন-দিনের পরের দিন, প্রধান ইমামেরা ও ফরীশীরা পীলাতের কাছে একত্র হয়ে বললো, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ62 পরের দিন, অর্থাৎ প্রস্তুতি-দিনের পরদিন, প্রধান যাজকেরা ও ফরিশীরা পীলাতের কাছে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)62 পরের দিন অর্থাৎ উৎসবের প্রস্তুতি দিবসের পরের দিন পুরোহিত প্রধানেরা ও ফরিশীরা একসঙ্গে এসে পীলাতকে বললেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)62 পরদিন, অর্থাৎ আয়োজন-দিনের পরদিবস, প্রধান যাজকেরা ও ফরীশীরা পীলাতের নিকটে একত্র হইয়া কহিল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল62 পরের দিন, যখন শুক্রবার শেষ হল, অর্থাৎ প্রস্তুতি পর্বের পরের দিন, প্রধান যাজকরা ও ফরীশীরা গিয়ে পীলাতের সঙ্গে দেখা করল। অধ্যায় দেখুন |