মথি 27:41 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী41 আর একইভাবে প্রধান যাজকেরা, ব্যবস্থার শিক্ষকেরা ও প্রাচীনেরা একসঙ্গে ঠাট্টা করে বলল, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস41 আর সেভাবে প্রধান ইমামেরা আলেমরা ও প্রাচীনরা বিদ্রূপ করে বললো, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ41 একইভাবে প্রধান যাজকেরা, শাস্ত্রবিদরা ও প্রাচীনবর্গ তাঁকে বিদ্রুপ করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)41 পুরোহিত প্রধানেরাও অনুরূপভাবে শাস্ত্রী ও সমাজপতিদের সঙ্গে তাঁকে উপহাস করে বলছিলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)41 আর সেইরূপ প্রধান যাজকেরা অধ্যাপকগণের ও প্রাচীনবর্গের সহিত বিদ্রূপ করিয়া কহিল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল41 সেইভাবেই প্রধান যাজকরা, ব্যবস্থার শিক্ষকরা ও ইহুদী নেতারা বিদ্রূপ করে তাঁকে বলতে লাগলেন, অধ্যায় দেখুন |
একথা যা সদাপ্রভু বলেছেন, ইস্রায়েলের উদ্ধারকর্তা, তাদের পবিত্র ব্যক্তি লোকে যাঁকে তুচ্ছ করছে, ঘৃণার চোখে দেখছে, যিনি শাসনকর্ত্তাদের ক্রীতদাস; “রাজারা তোমাকে দেখবে এবং উঠে দাঁড়াবে এবং রাজপুরুষেরা তোমাকে দেখবে এবং মাথা নত করবে, কারণ সদাপ্রভু যিনি বিশ্বস্ত, এমনকি ইস্রায়েলের পবিত্র ব্যক্তি যিনি তোমাকে বেছে নিয়েছেন।.”