মথি 27:10 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 তারা সেগুলি নিয়ে কুমরের জমির জন্য দিল, যেমন প্রভু আমার প্রতি আদেশ করেছিলেন।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 তারা সেগুলো নিয়ে কুমারের ক্ষেতের জন্য দিল, যেমন প্রভু আমার প্রতি হুকুম করেছিলেন।” অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 আর তারা সেই অর্থ কুমোরের জমি কেনার জন্য ব্যয় করল, যেমন প্রভু আমাকে আদেশ দিয়েছিলেন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 তা দিয়ে তারা কিনে নিল কুমোরের জমি-প্রভু আমাকে বলেছেন এ কথা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 তাহারা সেগুলি লইয়া কুম্ভকারের ক্ষেত্রের জন্য দিল, যেমন প্রভু আমার প্রতি আদেশ করিয়াছিলেন।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 আর প্রভুর নির্দেশ অনুসারেই সেই টাকা দিয়ে তারা কুমোরের জমি কিনেছিল।” অধ্যায় দেখুন |