মথি 26:28 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 কারণ এটা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যা অনেকের জন্য, পাপ ক্ষমার জন্য ঝরবে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 কারণ এ আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যা অনেকের জন্য, গুনাহ্ মাফের জন্য ঢেলে দেওয়া হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 এ আমার রক্ত, সেই নতুন নিয়মের রক্ত, যা পাপক্ষমার উদ্দেশ্যে অনেকের জন্য পাতিত হচ্ছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 কারণ এ আমার রক্ত, ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ স্থাপনের জন্য এবং অনেকের পাপ মোচনের জন্য পাতিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য, পাপমোচনের নিমিত্ত, পাতিত হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 কারণ এ আমার রক্ত, নতুন নিয়ম প্রতিষ্ঠিত হওয়ার রক্ত যা বহুলোকের পাপ মোচনের জন্য পাতিত হল। অধ্যায় দেখুন |