মথি 25:18 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 কিন্তু যে এক তালন্ত পেয়েছিল, সে গিয়ে মাটিতে গর্ত খুঁড়ে তার মালিকের টাকা লুকিয়ে রাখল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 কিন্তু যে এক তালন্ত পেয়েছিল, সে গিয়ে ভূমিতে গর্ত খুঁড়ে তার মালিকের টাকা লুকিয়ে রাখল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 কিন্তু যে এক তালন্ত নিয়েছিল, সে ফিরে গেল, মাটিতে গর্ত খুঁড়ল ও তার মনিবের অর্থ লুকিয়ে রাখল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 কিন্তু যে ভৃত্যটি একটি স্বর্ণমুদ্রা পেয়েছিল সে গিয়ে তার মনিবের দেওয়া সেই স্বর্ণমুদ্রাটি মাটিতে পুঁতে রাখল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 কিন্তু যে এক তালন্ত পাইয়াছিল, সে গিয়া ভূমিতে গর্ত্ত খুঁড়িয়া আপন প্রভুর টাকা লুকাইয়া রাখিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 কিন্তু যে এক থলি মোহর পেয়েছিল, সে গিয়ে মাটিতে গর্ত খুঁড়ে তার মনিবের টাকা সেই গর্তে পুঁতে রাখল। অধ্যায় দেখুন |