মথি 24:18 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 আর যে কেউ ক্ষেতে থাকে, সে তার পোশাক নাওয়ার জন্য পেছনে ফিরে না যাক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আর যে কেউ ক্ষেতে থাকে, সে তার কাপড় নেবার জন্য পিছনে ফিরে না আসুক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 মাঠে যে থাকবে, সে যেন জামাকাপড় নেওয়ার জন্য ঘরে ফিরে না যায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 এবং যে ব্যক্তি মাঠে থাকবে সে যেন তার পোষাক নেবার জন্য ফিরে না আসে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আর যে কেহ ক্ষেত্রে থাকে, সে আপন বস্ত্র লইবার নিমিত্ত পশ্চাতে ফিরিয়া না আসুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 ক্ষেতের মধ্যে যে কাজ করবে, সে তার জামা নেবার জন্য ফিরে না আসুক। অধ্যায় দেখুন |