মথি 20:9 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 তাতে যারা বিকেল পাঁচটির দিনের কাজে লেগেছিল, তারা এসে এক একজন এক দিনের র করে মজুরী পেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 তাতে যারা একাদশ ঘটিকার সময়ে লাগিয়েছিল, তারা এসে এক এক জন এক এক সিকি পেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 “বিকেল পাঁচটায় যাদের নিয়োগ করা হয়েছিল, তারা এসে সকলে এক দিনার করে পেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 যারা বেলা পাঁচটায় কাজে এসেছিল তারা প্রত্যেকে একটি করে দীনার পেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 তাহাতে যাহারা এগার ঘটিকার সময়ে লাগিয়াছিল, তাহারা আসিয়া এক এক জন এক এক সিকি পাইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 “বিকেল পাঁচটায় যে মজুররা কাজে লেগেছিল, তারা এসে প্রত্যেকে একটা রূপোর টাকা নিয়ে গেল। অধ্যায় দেখুন |