মথি 20:4 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 তিনি তাদের বললেন, “তোমরাও আঙ্গুর ক্ষেতে কাজ করতে যাও, যা ন্যায্য মজুরী, তা তোমাদের দেব,” তাতে তারা গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 এবং তাদেরকে বললেন, তোমরাও আঙ্গুর-ক্ষেতে যাও, যা ন্যায্য তোমাদেরকে দেব; তাতে তারা গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তিনি তাদের বললেন, ‘তোমরাও গিয়ে আমার দ্রাক্ষাক্ষেতে কাজ করো, যা ন্যায়সংগত তা আমি তোমাদের দেব।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তিনি তাদের বললেন, তোমরাও আমার বাগানে চলে যাও। ন্যায্যা মজুরীই আমি তোমাদের দেব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 এবং তাহাদিগকে কহিলেন, তোমরাও দ্রাক্ষাক্ষেত্রে যাও, যাহা ন্যায্য, তোমাদিগকে দিব; তাহাতে তাহারা গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তিনি তাদের বললেন, ‘তোমরাও আমার দ্রাক্ষা ক্ষেতে কাজ করতে যাও, আমি তোমাদের ন্যায় মজুরী দেব।’ অধ্যায় দেখুন |