মথি 16:9 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 তোমরা কি এখনও কিছু জানতে বা বুঝতে পারছ না, মনেও কি পড়ে না, সেই পাঁচ হাজার লোকের খাবার পাঁচটি রুটি দিয়ে, আর তোমরা কত ঝুড়ি তুলে নিয়েছিলে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 এখনও কি বোঝ না, মনেও কি পড়ে না, সেই পাঁচ হাজার লোকের খাদ্য পাঁচখানি রুটি, আর কত ডালা তুলে নিয়েছিলে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 তোমরা কি এখনও বুঝতে পারোনি? তোমাদের কি পাঁচটি রুটি ও পাঁচ হাজার মানুষের কথা মনে পড়ে না, তখন কত ঝুড়ি উদ্বৃত্ত তোমরা তুলে নিয়েছিলে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 তোমরা কি এখনও বোঝ না, তোমাদের মনেও কি পড়ে না সেই পাঁচ হাজার লোক ও পাঁচখানি রুটির কথা? কয় ঝুড়ি রুটির টুকরো তোমরা সংগ্রহ করেছিলে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 এখনও কি বুঝ না, মনেও কি পড়ে না, সেই পাঁচ সহস্রের খাদ্য পাঁচখানি রুটী, আর কত ডালা তুলিয়া লইয়াছিলে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 তোমরা কি বোঝ না অথবা তোমাদের কি মনে নেই সেই পাঁচ হাজার লোকের জন্য পাঁচ খানা রুটির কথা আর তারপরে কত টুকরি তোমরা ভর্ত্তি করেছিলে? অধ্যায় দেখুন |