মথি 11:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 কারণ সমস্ত ভাববাদী ও নিয়ম যোহন পর্যন্ত ভাববাণী বলেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 কেননা সমস্ত নবী ও শরীয়ত ইয়াহিয়া পর্যন্ত ভবিষ্যদ্বাণী বলেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 কারণ সমস্ত ভাববাদী ও বিধান যোহনের সময় পর্যন্ত ভবিষ্যদ্বাণী করেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 সকল নবী, এমন কি বিধান শাস্ত্রও যোহনের কাল পর্যন্তই ভবিষ্যদ্বাণী করেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 কেননা সমস্ত ভাববাদী ও ব্যবস্থা যোহন পর্য্যন্ত ভাববাণী বলিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 যোহনের আগমণের পূর্ব পর্যন্ত যা ঘটবে সকল ভাববাদী ও মোশির বিধি-ব্যবস্থার মধ্যে তা বলা হয়েছে। অধ্যায় দেখুন |