Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মথি 10:30 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 কিন্তু তোমাদের মাথার চুলগুলিও সব গোনা আছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 কিন্তু তোমাদের মাথার কেশগুলোও সমস্ত গণনা করা আছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 এমনকি, তোমাদের মাথার চুলগুলিরও সংখ্যা গোনা আছে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

30 এমন কি, তোমাদের প্রত্যেকের মাথার চুলেরও হিসাব রয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 কিন্তু তোমাদের মস্তকের কেশগুলিও সমস্ত গণিত আছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 হ্যাঁ, এমন কি তোমাদের মাথার সব চুলও গোনা আছে।

অধ্যায় দেখুন কপি




মথি 10:30
6 ক্রস রেফারেন্স  

এমনকি, তোমাদের মাথার চুলগুলিও সব গোনা আছে। ভয় কর না, তোমরা অনেক চড়াই পাখীর থেকেও শ্রেষ্ঠ।”


কিন্তু লোকেরা শৌলকে বলল, “ইস্রায়েলের মধ্য যিনি এই মহান উদ্ধার করেছেন, সেই যোনাথন কি মারা যাবেন? এমন না হোক; জীবন্ত সদাপ্রভুর দিব্য, তাঁর মাথার একটা চুলও মাটিতে পড়বে না, কারণ তিনি আজ ঈশ্বরের সঙ্গে কাজ করেছেন।” এই ভাবে লোকেরা যোনাথনকে রক্ষা করল, তাঁর মৃত্যু হল না।


অতএব অনুরোধ করি, বেঁচে থাকার জন্য কিছু খান, আর আপনাদের কারও মাথার একটিও কেশ নষ্ট হবে না।


কিন্তু তোমাদের মাথার একটা চুল নষ্ট হবে না।


পরে সেই মহিলা বলল, “প্রার্থনা করি, মহারাজ নিজের ঈশ্বর সদাপ্রভুকে স্মরণ করুন, যেন রক্তের প্রতিশোধদাতা আর ধ্বংস না করে;” নাহলে তারা আমার ছেলেকে হত্যা করবে৷ রাজা বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি, তোমার ছেলের একটা চুলও মাটিতে পরবে না৷”


উত্তরে শলোমন বললেন, “সে যদি নিজেকে ভাল লোক হিসাবে দেখাতে পারে তবে তার মাথার একটা চুলও মাটিতে পড়বে না; কিন্তু যদি তার মধ্যে মন্দ কিছু পাওয়া যায় তবে সে মরবে।”


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন