বিলাপ 4:8 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 এখন তাঁদের মুখ কালির থেকেও কালো হয়েছে; রাস্তায় তাঁদেরকে চেনা যায় না; তাঁদের চামড়া হাড়ে লেগে গিয়েছে; তা কাঠের মতো শুকনো হয়েছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 তাঁদের মুখ কালি হতেও কালো হয়ে পড়েছে; পথে তাঁদেরকে চেনা যায় না; তাঁদের চামড়া অস্থিতে সংলগ্ন হয়েছে; তা কাঠের মত শুকিয়ে গেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 কিন্তু এখন তারা হয়েছে ভুষোকালির চেয়েও কালো; পথে পথে তাদের চেনা যায় না। তাদের চামড়া কুঁচকে হাড়ের সঙ্গে লেগে রয়েছে, তা কাঠির মতোই শুকনো হয়ে গেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 আজ তারা শুয়ে আছে রাজপথে পরিচয়হীন, মুখে মৃত্যুর কালিমা, হাড়ের উপর জড়ান শুকনো চামড়া। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 তাঁহাদের মুখ কালি হইতেও কাল হইয়া পড়িয়াছে; পথে তাঁহাদিগকে চেনা যায় না; তাঁহাদের চর্ম্ম অস্থিতে সংলগ্ন হইয়াছে; তাহা কাষ্ঠবৎ শুষ্ক হইয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 কিন্তু এখন তাদের মুখ ঝুলের থেকেও কালো। রাস্তায় বার হলে কেউ তাদের চিনতে পর্যন্ত পারে না। তাদের চামড়াগুলি হাড়ের ওপর ঝুলছে এবং কাঠের মত শুকিয়ে গেছে। অধ্যায় দেখুন |