বিলাপ 4:21 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 হে ঊষদেশ নিবাসিনী ইদোমের মেয়ে, তুমি আনন্দ কর ও খুশি হও! তোমার কাছেও সেই পানপাত্র আসবে, তুমি মাতাল হবে এবং উলঙ্গিনী হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 হে ঊষদেশ-নিবাসীনী ইদোম-কন্যে, তুমি আনন্দকর ও পুলকিতা হও। তোমার কাছেও সেই পানপাত্র আসবে, তুমি মত্তা হবে, উলঙ্গিনী হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 ঊষ দেশে বসবাসকারী, ইদোম-কন্যা, আনন্দ করো ও উল্লসিত হও। কিন্তু তোমার কাছেও সেই পানপাত্র আসবে; তুমিও মত্ত হবে ও নগ্ন হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 হাসো তোমরা ইদোম ও ঊষনিবাসী সকলে, মত্ত হও মদিরায়, উল্লাসে হও বিহ্বল, স্খলিত হবে বসন তোমাদের, অচেতনে লজ্জা হবে অনাবৃত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 হে ঊষদেশ-নিবাসিনি ইদোম-কন্যে, তুমি আনন্দ কর ও পুলকিতা হও। তোমার নিকটেও সেই পানপাত্র আসিবে, তুমি মত্তা হইবে, উলঙ্গিনী হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 ইদোমের জনগণ, সুখী হও। ইদোমের লোকরা তোমরা যারা উসে থাকো, সুখী হও। কিন্তু মনে রেখো প্রভুর পানপাত্র তোমারও চারিদিক ঘিরে আসবে। যখন তুমি সেই পানপাত্রে চুমুক দেবে (শাস্তি পাবে), তখন তুমি মাতাল হবে। তুমি সেই সময় নিজেকে উলঙ্গ করে ফেলবে। অধ্যায় দেখুন |