বিলাপ 3:56 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী56 তুমি আমার কন্ঠস্বর শুনেছ; যখন আমি বললাম, “আমার সাহায্যের জন্য তোমার কান লুকিয়ে রেখো না।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস56 তুমি আমার ফরিয়াদ শুনেছ; আমার নিঃশ্বাস, আমার আর্তনাদ থেকে কান লুকিয়ে রেখো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ56 তুমি আমার এই বিনতি শুনেছ: “উপশম লাভের জন্য আমার কান্নার প্রতি তুমি তোমার কান রুদ্ধ কোরো না।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)56-57 সকরুণ বিনতি আমার শুনেছ তুমি, সাড়া দিয়ে মোর আহ্বানে বলেছ, ‘ভয় নেই’! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)56 তুমি আমার রব শুনিয়াছ; আমার নিঃশ্বাস, আমার আর্ত্তনাদ হইতে কর্ণ লুকাইও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল56 আমার কণ্ঠস্বর শুনুন। আপনার কান বন্ধ করে রাখবেন না। আমাকে উদ্ধার করতে অস্বীকার করবেন না। অধ্যায় দেখুন |