বিলাপ 3:49 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী49 আমার চোখে সবদিন জলে বয়ে যাচ্ছে, থামে না, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস49 আমার চোখ অবিশ্রান্ত অশ্রুতে ভাসছে, বিরাম পায় না, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ49 আমার অশ্রু অবিরাম বয়ে যায়, তার কোনো উপশম হয় না, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)49 বাঁধভাঙ্গা স্রোতের মত বয়ে যায় অবিরল আমার এ দুটি নয়নের জল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)49 আমার চক্ষু অবিশ্রান্ত অশ্রুতে ভাসিতেছে, বিরাম পায় না, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল49 যতক্ষণ পর্যন্ত না প্রভু স্বর্গ থেকে নীচে দেখেন অধ্যায় দেখুন |