বিলাপ 2:22 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 তুমি চারিদিক থেকে আমার শত্রু পর্বের দিনের মতো নিমন্ত্রণ করেছ; সদাপ্রভুর রাগের দিনের ছাড়া পাওয়া এবং রক্ষা পাওয়া কেউই থাকল না; যাদের আমি দেখাশোনা ও লালন পালন করতাম, আমার শত্রুরা তাদেরকে ধ্বংস করেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 তুমি চারদিক থেকে আমার ত্রাস সকলকে ঈদের দিনে মত আহ্বান করেছ; মাবুদের ক্রোধের দিনে উত্তীর্ণ বা রক্ষা পাওয়া কেউই রইলো না; আমি যাদেরকে দোলাতাম ও ভরণপোষণ করতাম, আমার দুশমন তাদেরকে সংহার করেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 “উৎসবের দিনে তুমি যেভাবে লোকদের আহ্বান করো, ঠিক তেমনই তুমি আমার জন্য চারদিক থেকে ত্রাসকে আহ্বান করেছ। সদাপ্রভুর ক্রোধের দিনে কেউই পালাতে বা বেঁচে থাকতে পারেনি; যাদের আমি প্রতিপালন ও যত্ন করেছি, আমার শত্রু তাদের সংহার করেছে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 তুমিই আমন্ত্রণ করে এনেছিলে শত্রুদলকে নারকীয় এক ভীষণ মৃত্যু-লীলায় মেতে উঠতে, সেদিন নিস্তার পায় নি কেউ। তোমার নিদারুণ কোপানল থেকে স্নেহে পালিত সন্তানেরা আমার নিহত হয়েছে শত্রুকুলের হাতে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 তুমি চারিদিক্ হইতে আমার ত্রাস সকলকে পর্ব্বদিনের ন্যায় আহ্বান করিয়াছ; সদাপ্রভুর ক্রোধের দিনে উত্তীর্ণ কি রক্ষাপ্রাপ্ত কেহ রহিল না; আমি যাহাদিগকে দোলাইতাম ও ভরণপোষণ করিতাম, আমার শত্রু তাহাদিগকে সংহার করিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 আপনি চারদিক থেকে সন্ত্রাসকে ডেকে এনেছিলেন। আমার কাছে আসার জন্য আপনি সন্ত্রাসকে আমন্ত্রণ করেছিলেন যেন সে একটি ছুটির দিন। প্রভুর ক্রোধের সেই দিনে কোন ব্যক্তিই রেহাই পায় নি। যাদের আমি জন্ম দিয়েছি এবং লালন-পালন করেছি তাদের আমার শত্রুরা হত্যা করেছে। অধ্যায় দেখুন |
তারপর, এই কথা সদাপ্রভু ঘোষণা করেন, যিহূদার রাজা সিদিকিয়কে, তার দাসদের, লোকেদের এবং এই শহরের মহামারী, তরোয়াল ও দূর্ভিক্ষের পর যারা অবশিষ্ট থাকবে, তাদেরকে বাবিলের রাজা নবূখদনিৎসরের হাতে ও তাদের শত্রুদের হাতে এবং যারা তাদের জীবনের খোঁজ করে তাদের হাতে তুলে দেব। তখন তিনি তরোয়াল দিয়ে তাদের হত্যা করবেন; সে তাদের প্রতি কোন করুণা করবে না, তাদের ছেড়ে দেবে না বা সহানুভূতি দেখাবে না।