Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 9:42 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

42 পর দিন লোকেরা বের হয়ে মাঠে যাচ্ছিল, আর অবীমেলক তার সংবাদ পেল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

42 পর দিন লোকেরা বের হয়ে ক্ষেতে যাচ্ছিল, আর আবিমালেক তার সংবাদ পেল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

42 পরদিন শিখিমের লোকেরা ক্ষেতে বের হয়ে গেল, ও এই খবরটি অবীমেলকের কাছে পৌঁছে দেওয়া হল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

42 পরের দিন অবিমেলেক খবর পেল যে শেখেমের লোকেরা নগরের বাইরে প্রান্তরে জমা হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

42 পর দিন লোকেরা বাহির হইয়া ক্ষেত্রে যাইতেছিল, আর অবীমেলক তাহার সংবাদ পাইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

42 পরদিন শিখিমের লোকরা মাঠে কাজ করতে গেল। অবীমেলক তা দেখলেন।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 9:42
2 ক্রস রেফারেন্স  

পরে অবীমেলক অরূমায় থাকল এবং সবূল গালকে ও তার ভাইদেরকে তাড়িয়ে দিল, তারা আর শিখিমে বাস করতে পারল না।


সে লোকদেরকে নিয়ে তিনটে দল করে মাঠের মধ্যে লুকিয়ে থাকল; পরে সে চেয়ে দেখল, আর দেখ, লোকেরা নগর থেকে বের হয়ে আসছিল; তখন সে তাদের বিরুদ্ধে উঠে তাদেরকে আঘাত করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন