বিচারকর্তৃগণ 6:4 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 তারা তাদের বিরুদ্ধে সৈন্যশিবির স্থাপন করত ও ঘসা পর্যন্ত জমির ফসল নষ্ট করে দিত। তারা ইস্রায়েলের জন্য খাদ্য দ্রব্য, কিম্বা মেষ, গরু বা গাধা কিছুই রাখত না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তাদের বিরুদ্ধে শিবির স্থাপন করে গাজার কাছ পর্যন্ত ভূমির ফসল বিনষ্ট করতো, আর ইসরাইলের জন্য খাদ্যদ্রব্য, কিংবা ভেড়া, গরু বা গাধা কিছুই রাখত না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তারা দেশে শিবির স্থাপন করত এবং গাজা পর্যন্ত বিস্তৃত ক্ষেতের ফসল নষ্ট করে দিত। তারা ইস্রায়েলীদের জন্য কোনো জীবিত প্রাণী অবশিষ্ট রাখত না, তা সে মেষ, গবাদি পশুপাল বা গাধা, যাই হোক না কেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তাদের দেশে এসে ছাউনি ফেলত এবং গাজার সীমান্ত পর্যন্ত এলাকার সমস্ত ফসল নষ্ট করে দিত। ইসরায়েলীদের প্রাণ ধারণের জন্য কোন খাদ্যদ্রব্য এমনকি গরু, ভেড়া কিম্বা গাধা কোন পশুই অবশিষ্ট রাখত না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 এবং তাহাদের বিরুদ্ধে শিবির স্থাপন করিয়া ঘসার নিকট পর্য্যন্ত ভূমির ফসল বিনষ্ট করিত, আর ইস্রায়েলের জন্য খাদ্য দ্রব্য, কিম্বা মেষ, গরু বা গর্দ্দভ কিছুই রাখিত না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 আক্রমণকারীরা ইস্রায়েলীয়দের বিরুদ্ধে যুদ্ধ শিবির গেড়েছিল। তারা অনেক দূরে ঘসা শহর পর্যন্ত ইস্রায়েলীয়দের সমস্ত শস্য নষ্ট করে দিয়েছিল। তারা ইস্রায়েলীয়দের খাবার মতো কিছুই অবশিষ্ট রাখল না। তারা তাদের মেষ, গরু, গাধা এসবও কেড়ে নিয়ে গিয়েছিল। অধ্যায় দেখুন |