বিচারকর্তৃগণ 6:33 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী33 সেই দিনের মিদিয়নীয়, অমালেকীয় ও পূর্ব্বদেশের লোকেরা জড়ো হল এবং পার হয়ে যিষ্রিয়েলের উপত্যকায় শিবির তৈরী করল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 ঐ সময়ে সমস্ত মাদিয়ানীয়, আমালেকীয় ও পূর্বদেশের লোকেরা একত্র হল এবং পার হয়ে যিষ্রিয়েলের উপত্যকায় শিবির স্থাপন করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 ইত্যবসরে মিদিয়নীয়, অমালেকীয় এবং অন্যান্য প্রাচ্যদেশীয় লোকেরা সবাই সৈন্যবাহিনী একত্রিত করল এবং জর্ডন নদী পার হয়ে যিষ্রিয়েলের উপত্যকায় শিবির স্থাপন করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 সেই সময়ে মিদিয়নী, অমালেকী ও পূর্বাঞ্চলের জাতিগুলি একত্রে জর্ডন পার হয়ে যিষ্রিয়েল উপত্যকায় এসে ছাউনি ফেলল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 ঐ সময়ে সমস্ত মিদিয়নীয়, অমালেকীয় ও পূর্ব্বদেশের লোকেরা একত্র হইল, এবং পার হইয়া যিষ্রিয়েলের তলভূমিতে শিবির স্থাপন করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 মিদিয়নীয়, অমালেকীয় এবং পুর্বদেশের অন্যান্য লোকরা একসঙ্গে মিলে ইস্রায়েলীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল। যর্দন নদী পেরিয়ে তারা যিষ্রিয়েল উপত্যকায় শিবির গাড়ল। অধ্যায় দেখুন |