বিচারকর্তৃগণ 3:20 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 আর এহূদ তাঁর কাছে এলেন; রাজা একাকী নিজের উপর তলার ঠান্ডা ঘরে বসেছিলেন; এহূদ বললেন, আমার কাছে আপনার জন্য ঈশ্বরের একটি বাক্য বলার আছে; রাজা তাঁর নিজের আসন থেকে উঠলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 আর এহূদ তাঁর কাছে আসলেন; তখন বাদশাহ্ একাকী তাঁর উপর তলার শীতল কামরায় বসেছিলেন। এহূদ বাদশাহ্কে বললেন, আপনার কাছে আল্লাহ্র একটি কালাম সম্পর্কে আমার বক্তব্য আছে; তাতে তিনি তাঁর আসন থেকে উঠলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 রাজামশাই যখন তাঁর প্রাসাদের উপরতলার ঘরে একা বসেছিলেন, তখন এহূদ তাঁর কাছে এগিয়ে গিয়ে বললেন, “আপনার জন্য আমার কাছে ঈশ্বরের এক বাণী আছে।” রাজামশাই যেই না তাঁর আসন ছেড়ে উঠে দাঁড়ালেন, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 এহুদ তখন রাজার কাছে এগিয়ে গেলেন। এগ্লোন তাঁর প্রাসাদের ছাদের শীতল কক্ষে একাই বসেছিলেন। এহুদ বললেন, ঈশ্বরপ্রেরিত একটি বার্তা আমি আপনাকে শোনাতে চাই। একথা শুনে এগ্লোন আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 আর এহূদ তাঁহার নিকটে আসিলেন; তখন রাজা একাকী আপনার উপর তালার শীতল বাটিকাতে বসিয়াছিলেন; এহূদ কহিলেন, আপনার কাছে ঈশ্বরের একটী বাক্য আমার বক্তব্য আছে; তাহাতে তিনি আপন আসন হইতে উঠিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 এহূদ রাজা ইগ্লোনের কাছে এসেছিল। ইগ্লোন তখন গ্রীষ্মকালীন প্রাসাদের উঁচুতলার একটা ঘরে একেবারে একা। তারপর এহূদ রাজাকে বলল, “তোমার জন্য ঈশ্বরের একটা বার্তা আছে।” শুনেই রাজা সিংহাসন থেকে উঠে এহূদের কাছ ঘেঁষে দাঁড়াল। অধ্যায় দেখুন |