বিচারকর্তৃগণ 19:6 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 তাতে তারা দুই জন একসঙ্গে বসে ভোজন পান করল; পরে যুবতীর বাবা সেই ব্যক্তিকে বলল, “অনুরোধ করি, রাজি হও, এই রাতটুকু অপেক্ষা কর, আনন্দিত হও।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 তাতে তারা দু’জন একত্র বসে ভোজন পান করলো; পরে যুবতীর পিতা সেই ব্যক্তিকে বললো, আরজ করি, সম্মত হও, এই রাতটুকু অপেক্ষা কর, প্রফুল্লচিত্ত হও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 অতএব তারা দুজনে একসঙ্গে বসে ভোজনপান করল। তারপর সেই মেয়েটির বাবা বলল, “দয়া করে আজকের রাতটিও থেকে যাও ও একটু আরাম করে নাও।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 তারা দুজনে একসঙ্গে বসে খাওয়াদাওয়া করল। পরে মেয়েটির বাবা তাকে বলল, আজকের রাতটা এখানেই থেকে যাও, আমোদ আহ্লাদ কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 তাহাতে তাহারা দুই জন একত্র বসিয়া ভোজন পান করিল; পরে যুবতীর পিতা সেই ব্যক্তিকে কহিল, বিনয় করি, সম্মত হও, এই রাত্রিটুকু বিলম্ব কর, প্রফুল্লচিত্ত হও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 তাই লেবীয় লোকটি ও শ্বশুরমশাই একসঙ্গে খেতে বসল। খাওয়া হয়ে যাবার পর শ্বশুর বলল, “আজকের রাতটা থেকে যাও। আরাম করো, আনন্দ করো। তারপর বিকেল হলে চলে যেও।” সুতরাং তারা দুজন একসঙ্গে খাওয়া দাওয়া করল। অধ্যায় দেখুন |