বিচারকর্তৃগণ 19:27 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী27 সকাল হলে তার স্বামী উঠে পথে যাবার জন্য ঘরের দরজা খুলে বের হয়ে এল, আর দেখ, সেই স্ত্রীলোক, তার উপপত্নী, ঘরের দরজায় ওপরে হাত রেখে পড়ে আছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 সকাল হলে তার স্বামী উঠে পথে যাবার জন্য বাড়ির দরজা খুলে বের হল, আর দেখ, সেই স্ত্রীলোক, তার উপপত্নী, বাড়ির দরজার কাছে গোবরাটের উপরে হাত রেখে পড়ে রয়েছে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 তার স্বামী সকালবেলায় উঠে বাড়ির দরজা খুলল এবং যাওয়ার জন্য বাইরে এসে দেখল, তার উপপত্নী সেই বাড়ির দরজায় পড়ে আছে ও গোবরাটে তার হাত ছড়িয়ে রেখেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 ভোরের আলো ফুটলে তার স্বামী যাবার জন্য তৈরী হয়ে দরজা খুলতেই দেখতে পেল, তার উপপত্নী দরজার কাছে পড়ে আছে। দরজার কাছে পৌঁছানোর আপ্রাণ চেষ্টায় বাড়ানো তার হাতখানি চৌকাঠ ছুঁয়ে রয়েছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 প্রাতঃকাল হইলে তাহার পতি উঠিয়া পথে যাইবার জন্য গৃহের কবাট খুলিয়া বাহির হইল, আর দেখ, সেই স্ত্রীলোক, তাহার উপপত্নী, গৃহের দ্বারে গোবরাটের উপরে হস্ত রাখিয়া পড়িয়া রহিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 পরদিন খুব সকালে লেবীয় লোকটি ঘুম থেকে উঠল। বাড়ি যেতে হবে এবার। বেরবে বলে দরজা খুলল, আর সেখানে চৌকাঠের উপর একটা হাত এসে পড়ল। পড়ে রয়েছে তার দাসী। দরজার গোড়ায় সে পড়ে আছে। অধ্যায় দেখুন |