বিচারকর্তৃগণ 13:9 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 তখন ঈশ্বর মানোহের রবে কর্ণপাত করলেন; ঈশ্বরের সেই দূত আবার সেই স্ত্রীর কাছে আসলেন; সেই দিনের তিনি মাঠে বসেছিলেন; তখন তাঁর স্বামী মানোহ তাঁর সঙ্গে ছিলেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 তখন আল্লাহ্ মানোহের ফরিয়াদে কান দিলেন; আল্লাহ্র সেই ফেরেশতা পুনর্বার সেই স্ত্রীর কাছে আসলেন; সেই সময়ে তিনি ক্ষেতে বসেছিলেন; তখন তাঁর স্বামী মানোহ তাঁর সঙ্গে ছিলেন না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 ঈশ্বর মানোহের প্রার্থনা শুনলেন, এবং ঈশ্বরের দূত আবার সেই মহিলাটির কাছে এলেন, যখন তিনি ক্ষেতে ছিলেন; কিন্তু তাঁর স্বামী মানোহ তাঁর সঙ্গে ছিলেন না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 ঈশ্বর মানোহের আবেদন গ্রাহ্য করলেন। ঈশ্বরের সেই দূত আবার মানোহের স্ত্রীর কাছে এলেন। তিনি তখন মাঠে বসেছিলেন, তাঁর স্বামী সেখানে ছিলেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 তখন ঈশ্বর মানোহের রবে কর্ণপাত করিলেন; ঈশ্বরের সেই দূত পুনর্ব্বার সেই স্ত্রীর কাছে আসিলেন; সেই সময়ে তিনি ক্ষেত্রে বসিয়াছিলেন; তখন তাঁহার স্বামী মানোহ তাঁহার সঙ্গে ছিলেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 ঈশ্বর মানোহর প্রার্থনা শুনলেন। ঈশ্বরের দূত আবার তার স্ত্রীকে দেখা দিলেন। সে তখন মাঠের মধ্যে একা বসেছিল। মানোহ তার সঙ্গে ছিল না। অধ্যায় দেখুন |