Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 1:31 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

31 আশের অক্কো, সীদোন, অহলব, অকষীব, হেল্‌বা, অফীক ও রহোব নিবাসীদের বঞ্চিত করল না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

31 আশের-বংশ অক্কো, সিডন, অহলব, অক্‌সীব, হেল্‌বা, অপীক ও রাহোব-নিবাসীদেরকে অধিকারচ্যুত করলো না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

31 আশের গোষ্ঠীর লোকেরাও অক্কো বা সীদোন বা অহলব বা অক্‌ষীব বা হেল্‌বা বা অফীক বা রহোব নিবাসী লোকজনকে বিতাড়িত করল না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

31 আশের গোষ্ঠীও আক্কো, সীদোন, অহলাব, আকষিব, হেল্‌বা অফিক ও রহোবের অধিবাসীদের বিতাড়িত করল না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

31 আশের অক্কো, সীদোন, অহলব, অক্‌ষীব, হেল্‌বা, অফীক ও রহোব-নিবাসীদিগকে অধিকারচ্যুত করিল না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

31 আশের পরিবারগোষ্ঠীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। তারা অন্যান্য জাতির লোকদের অক্কো, সীদোন, অহলব, অকষীব, হেল্বা, অফীক এবং রহোব শহর থেকে তাড়িয়ে দেয় নি।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 1:31
5 ক্রস রেফারেন্স  

সবূলূন কিটরোণ ও নহলোল নিবাসীদেরকে তাড়াল না; কনানীয়েরা তাদের মধ্যে বাস করতে লাগল, আর তাদের দাস হল।


আশেরীয়েরা কনানীয়দের মধ্যে বাস করল, কারণ তারা তাদেরকে তাড়াল না।


পরে তারা গিলিয়দে ও তহতীম-হদশি দেশে আসলেন; তার পর দান-যানে গিয়ে ঘুরে সীদোনে উপস্থিত হলেন৷


নবাটের ছেলে যারবিয়াম যে সব পাপ করেছিলেন সেগুলোকে তিনি সামান্য ব্যাপার বলে মনে করতেন। তাই তিনি সীদোনীয়দের রাজা ঈষেবলের মেয়ে ঈষেবলকে বিয়ে করলেন এবং বালদেবতার সেবা ও আরাধনা করতে লাগলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন