ফিলীমন 1:18 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 যদি সে তোমার কাছে কোন অন্যায় করে থাকে কিম্বা তোমার কাছ থেকে কিছু ধার করে তবে তা আমার হিসাবে লিখে রাখ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আর যদি সে তোমার প্রতি কোন অন্যায় করে থাকে কিংবা তোমার কাছে কোন বিষয়ে ঋণী থাকে তবে তা আমার বলে গণ্য কর; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 আর সে যদি তোমার প্রতি কোনো অন্যায় করে থাকে বা তোমার কাছে তার কোনো ঋণ থাকে, তা আমারই বলে গণ্য করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 সে যদি তোমার কোন ক্ষতি করে থাকে বা তোমার কাছে কোন বিষয়ে ঋণী থাকে, তবে তা আমারই ঋণ হিসাবে ধর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আর যদি সে তোমার প্রতি কোন অন্যায় করিয়া থাকে, কিম্বা তোমার কিছু ধারে, তবে তাহা আমার বলিয়া গণ্য কর; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 ওনীসিমাস যদি তোমার কোন ক্ষতি করে থাকে, বা তোমার কিছু ধারে তবে তা আমার দেনা হিসাবে ধরো। অধ্যায় দেখুন |