ফিলিপীয় 2:22 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 কিন্তু তোমরা এঁর পক্ষে এই প্রমাণ জানো যে, বাবার সাথে সন্তান যেমন, আমার সাথে ইনি তেমনি সুসমাচার বিস্তারের জন্য দায়িত্ব পালন করেছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 কিন্তু তোমরা তীমথির পক্ষে এই প্রমাণ পেয়েছ যে, পিতার সঙ্গে সন্তান যেমন, আমার সঙ্গে ইনি তেমনি ইঞ্জিলের জন্য গোলামীর কাজ করেছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 কিন্তু তোমরা জানো, তিমথি নিজেকে যোগ্য বলে প্রমাণ করেছে, কারণ সুসমাচারের কাজে সে বাবার সঙ্গে ছেলের মতো আমার সেবা করেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 কিন্তু তিমথীকে তো তোমরা জান, আমার সন্তানের মত সেও আমার সঙ্গে সুসমাচার প্রচারের কাজে পরিশ্রম করেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 কিন্তু তোমরা ইহাঁর পক্ষে এই প্রমাণ জ্ঞাত আছ যে, পিতার সহিত সন্তান যেমন, আমার সহিত ইনি তেমনি সুসমাচারের নিমিত্ত দাস্যকর্ম্ম করিয়াছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 আর তোমরা তীমথিয়র চরিত্র জান। ছেলে যেমন তার বাবার সঙ্গে কাজ করে, ইনিও তেমনি আমার সঙ্গে সুসমাচার প্রচারের সেবা কাজ করে চলেছেন। অধ্যায় দেখুন |