ফিলিপীয় 2:2 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 তবে তোমরা আমার আনন্দ পূর্ণ কর একমন, এক ভালবাসা, এক প্রাণ, এক ভাববিশিষ্ট হও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 তবে তোমরা আমার আনন্দ পূর্ণ কর— একই বিষয় ভাব, এক মহব্বতে মহব্বত কর, এক প্রাণ ও এক ভাববিশিষ্ট হও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 তাহলে তোমরা এক চিত্ত, এক প্রেম, এক আত্মা এবং একই ভাববিশিষ্ট হয়ে আমার আনন্দকে পূর্ণ করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 তাই তোমাদের কাছে আমার আবেদন, তোমরা এক চিত্ত, এক মন, এক প্রাণ ও একই প্রেমের বন্ধনে পরস্পর সংঘবদ্ধ হয়ে আমার আনন্দ সম্পূর্ণ কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 তবে তোমরা আমার আনন্দ পূর্ণ কর—একই বিষয় ভাব, এক প্রেমের প্রেমী, একপ্রাণ, এক ভাববিশিষ্ট হও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 যদি এগুলি তোমাদের মধ্যে সত্যিই থাকে তবে তা আমায় অতিশয় আনন্দিত করবে, আমি চাই তোমরা একই বিশ্বাসে একমনা হও, পরস্পরের প্রতি ভালবাসায় সংযুক্ত থাকো, একই বিষয়ে বিশ্বাসী হয়ে সকলে একই আত্মায় সংযুক্ত থাকো এবং একই লক্ষ্য রেখে জীবনযাপন কর। অধ্যায় দেখুন |