প্রেরিত্ 5:31 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী31 ঈশ্বর যীশুকেই রাজপুত্র ও ত্রাণকর্ত্তারূপে উন্নত করে তাঁর ডান হাত দিয়ে স্থাপন করেছেন, যেন ইস্রায়েলকে মন পরিবর্তন ও পাপের ক্ষমা দান করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 আর তাঁকেই আল্লাহ্ অধিপতি ও নাজাতদাতা করে তাঁর ডান পাশে বসবার গৌরব দান করেছেন, যেন ইসরাইলকে মন পরিবর্তন ও গুনাহ্ মাফ করার সুযোগ দান করেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 ঈশ্বর তাঁকে অধিপতি ও উদ্ধারকর্তা করে তাঁর ডানদিকে উন্নীত করেছেন, যেন তিনি ইস্রায়েলকে মন পরিবর্তনের পথে চালনা করতে ও পাপের ক্ষমা দিতে পারেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 ইসরায়েল জাতির পাপের জন্য অনুতাপ এবং পাপমোচনের জন্য ঈশ্বর তাঁকে নেতা এবং উদ্ধারকর্তা হিসাবে ক্ষমতার আসনে বসিয়েছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 আর তাঁহাকেই ঈশ্বর অধিপতি ও ত্রাণকর্ত্তা করিয়া আপন দক্ষিণ হস্ত দ্বারা উন্নত করিয়াছেন, যেন ইস্রায়েলকে মনপরিবর্ত্তন ও পাপমোচন দান করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 সেই যীশুকে ঈশ্বর নেতা ও ত্রাণকর্তারূপে উন্নত করে নিজের ডান দিকে স্থাপন করেছেন, যাতে ইহুদীরা তাদের মন ফিরায় ও তিনি তাদের পাপ ক্ষমা করতে পারেন অধ্যায় দেখুন |