প্রেরিত্ 4:35 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী35 এবং তারা প্রেরিতদের পায়ের কাছে রাখতো, পরে যার যেমন দরকার তাকে তেমন দেওয়া হত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 পরে যার যেমন প্রয়োজন তাকে তেমনি দেওয়া হত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ35 প্রেরিতশিষ্যদের চরণে রাখত। পরে যার যেমন প্রয়োজন হত, তাকে সেই অনুযায়ী ভাগ করে দেওয়া হত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 সব অর্থ প্রেরিত শিষ্যদের চরণে এনে অর্পণ করতেন। এখান থেকেই প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী চাহিদা মিটান হত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 পরে যাহার যেমন প্রয়োজন, তাহাকে তেমনি দেওয়া হইত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 পরে যাঁর যেমন প্রয়োজন, প্রেরিতরা তাঁকে তেমনি দিতেন। অধ্যায় দেখুন |