প্রেরিত্ 23:20 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 সে বলল, ইহুদীরা আপনার কাছে এই অনুরোধ করার পরামর্শ করেছে, যেন আপনি কাল আরও সূক্ষরূপে পৌলের বিষয়ে জানার জন্য তাঁকে মহাসভায় নিয়ে যান। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 সে বললো, ইহুদীরা আপনার কাছে এই নিবেদন করার পরামর্শ করেছে, যেন আপনি আগামীকাল আরও সূক্ষ্মভাবে পৌলের বিষয় অনুসন্ধান করার জন্য তাঁকে মহাসভার কাছে নিয়ে যান। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 সে বলল, “ইহুদিরা একমত হয়েছে, আগামীকাল পৌলের বিষয়ে আরও তথ্য অনুসন্ধান করবে, এই অজুহাতে তাঁকে মহাসভার কাছে হাজির করার জন্য তারা আপনার কাছে আবেদন জানাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 সে বলল, ইহুদীরা সবাই পরামর্শ করেছে যে, আগামীকাল তারা পৌলকে সমাজপতি পরিষদের সামনে উপস্থিত করার জন্য আপনাকে বলবে। এমন ভাণ করবে যেন তারা তাঁর সম্বন্ধে আরও তদন্ত করতে চায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 সে কহিল, যিহূদীরা আপনার কাছে এই নিবেদন করিবার মন্ত্রণা করিয়াছে, যেন আপনি কল্য আরও সূক্ষ্মরূপে পৌলের বিষয়ে অনুসন্ধান করিবার নিমিত্ত তাঁহাকে মহাসভার কাছে লইয়া যান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 সেই যুবক বলল, “ইহুদীরা পরামর্শ করে ঠিক করেছে যে তারা পৌলকে আরও বিশদভাবে প্রশ্ন করার মিথ্যা অজুহাত নিয়ে আপনার কাছে এসে অনুরোধ করবে যেন আপনি পৌলকে কাল মহাসভার সামনে হাজির করেন। অধ্যায় দেখুন |