প্রেরিত্ 21:19 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 পরে তিনি তাদের শুভেচ্ছা জানালেন এবং ঈশ্বর তাঁর পরিচর্য্যার মধ্যে দিয়ে অযিহুদিদের মধ্য যে সব কাজ করেছেন, তার বিস্তারিত বিবরণ দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 পরে তিনি তাঁদেরকে মঙ্গলবাদ করে, আল্লাহ্ তাঁর পরিচর্যা দ্বারা অ-ইহুদীদের মধ্যে যেসব কাজ সাধন করেছিলেন তার বৃত্তান্ত একটি একটি করে তাঁদেরকে জানালেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 পৌল তাঁদের নমস্কার জানিয়ে, ঈশ্বর তাঁর পরিচর্যার মাধ্যমে অইহুদিদের মধ্যে কী কাজ করেছেন, তার বিস্তারিত বিবরণ দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 তাঁদের অভননন্দন জানানোর পর ইহুদীদের মধ্যে তাঁর সেবাব্রতের মাধ্যমে ঈশ্বর যে কর্মসাধন করেছেন, পৌল একে একে সমস্ত বলে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 পরে তিনি তাঁহাদিগকে মঙ্গলবাদ করিয়া, ঈশ্বর তাঁহার পরিচর্য্যা দ্বারা পরজাতিগণের মধ্যে যে সকল কার্য্য সাধন করিয়াছিলেন, তাহার বৃত্তান্ত এক একটী করিয়া তাঁহাদিগকে জানাইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 সেখানে পরস্পর শুভেচ্ছা বিনিময়ের পর পৌল তাঁর কাজের মাধ্যমে অইহুদীদের মধ্যে ঈশ্বর যেসব কাজ করেছেন তা বিস্তারিতভাবে জানালেন। অধ্যায় দেখুন |