প্রেরিত্ 19:37 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী37 কারণ এই যে লোকদের এখানে এনেছ, তারা মন্দির লুটেরাও নয়, আমাদের মহাদেবীর বিরুদ্ধে ধর্ম্মনিন্দাও করে নি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস37 কারণ এই যে লোকদেরকে তোমরা এই স্থানে এনেছ, এরা তো মন্দিরগুলোর অপহারকও নয়, আমাদের দেবীর নিন্দুকও নয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ37 তোমরা এই লোকগুলিকে এখানে নিয়ে এসেছ, এরা তো মন্দির লুট করেনি, আমাদের দেবীরও অবমাননা করেনি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)37 যাদের তোমরা ধরে এনেছ, তারা মন্দির অপবিত্র করেনি কিম্বা আমাদের দেবীর কোন নিন্দাও করেনি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)37 কারণ এই যে লোকদিগকে তোমরা এ স্থানে আনিয়াছ, ইহারা ত মন্দির-অপহারকও নয়, আমাদের দেবীর নিন্দকও নয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল37 “কারণ এই যে লোকদের তোমরা এখানে এনেছ, এরা তো মন্দির লুঠও করে নি বা আমাদের দেবীর অপমানও করে নি। অধ্যায় দেখুন |