প্রেরিত্ 19:15 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 তাতে মন্দ আত্মা উত্তর দিয়ে তাদের বলল, যীশুকে আমি জানি, পৌলকেও চিনি, কিন্তু তোমরা কে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 তাতে মন্দ রূহ্ জবাবে তাদেরকে বললো, ঈসাকে আমি জানি, পৌলকেও চিনি, কিন্তু তোমরা কে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 তাতে সেই মন্দ-আত্মা তাদের উত্তর দিল, “আমি যীশুকে জানি, পৌলের বিষয়েও জানি, কিন্তু তোমরা কারা?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 কিন্তু অপদেবতা তাদের বলল, যীশুকে আমি স্বীকার করি, পৌলকেও জানি। কিন্তু তোমরা কারা? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 তাহাতে দুষ্ট আত্মা উত্তর করিয়া তাহাদিগকে কহিল, যীশুকে আমি জানি, পৌলকেও চিনি, কিন্তু তোমরা কে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 কিন্তু একবার অশুচি আত্মা সেই ইহুদীদের বলল, “আমি যীশুকে জানি, পৌলকেও জানি, কিন্তু তোরা আবার কে?” অধ্যায় দেখুন |