প্রেরিত্ 19:14 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 আর স্কিবা নামে একজন যিহূদী প্রধান যাজকদের সাতটি ছেলে ছিল, তারা এরকম করত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আর স্কিবা নামে এক জন ইহুদী প্রধান ইমামের সাতটি পুত্র ছিল, তারা এই রকম করতো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 স্কিবা নামে এক ইহুদি প্রধান যাজকের সাত ছেলে এই কাজ করে যাচ্ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 স্কেবা নামে এক পুরোহিত প্রধানের সাতজন ছেলে এই কাজ করছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আর স্কিবা নামে এক জন যিহূদী প্রধান যাজকের সাত পুত্র ছিল, তাহারা এই প্রকার করিত। অধ্যায় দেখুন |