প্রেরিত্ 12:14 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 এবং পিতরের গলার আওয়াজ শুনতে পেয়ে আনন্দে দরজা খুললো না, কিন্তু ভেতরে গিয়ে সংবাদ দিল, পিতর দরজার সামনে দাঁড়িয়ে আছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 এবং পিতরের স্বর চিনতে পেরে আনন্দ বশতঃ দরজা না খুলেই ভিতরে দৌড়ে গিয়ে সংবাদ দিল, পিতর দরজার সম্মুখে দাঁড়িয়ে আছেন। তারা তাঁকে বললো, তুমি পাগল; কিন্তু সে দৃঢ়ভাবে বলতে লাগল, না, তা-ই বটে! অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 সে যখন পিতরের কণ্ঠস্বর চিনতে পারল, আনন্দের আতিশয্যে দরজা না খুলেই দৌড়ে ফিরে গেল ও চিৎকার করে বলে উঠল, “পিতর দরজার সামনে দাঁড়িয়ে আছেন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 পিতরের গলার স্বর চিনতে পেরে আনন্দের আতিশয্যে দরজা না খুলেই সে দৌড়ে বাড়ির ভিতরে গিয়ে খবর দিল যে পিতর দুয়ারে দাঁড়িয়ে রয়েছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 এবং পিতরের স্বর চিনিয়া আনন্দ বশতঃ দ্বার খুলিল না, কিন্তু ভিতরে দৌড়িয়া গিয়া সংবাদ দিল, পিতর দ্বারের সম্মুখে দাঁড়াইয়া আছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 পিতরের কন্ঠস্বর চিনতে পেরে তার এত আনন্দ হল যে সে দরজা খুলতে ভুলে গেল, আর দৌড়ে ভেতরে গিয়ে এই খবর জানাল। সে বলল, “পিতর দরজার বাইরে দাঁড়িয়ে আছেন!” অধ্যায় দেখুন |