প্রেরিত্ 11:14 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 সে তোমাকে এমন কথা বলবে, যার দ্বারা তুমি ও তোমার সমস্ত পরিবার মুক্তি পাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 সে তোমাকে এমন কথা বলবে, যা দ্বারা তুমি ও তোমার সমস্ত পরিবার নাজাত পাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 সে তোমাদের কাছে এক বার্তা নিয়ে আসবে, যার মাধ্যমে তুমি ও তোমার সমস্ত পরিজন পরিত্রাণ লাভ করবে।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 তিনি এসে যে কথা বলবেন, তার দ্বারাই তুমি ও তোমার পরিবার পরিত্রাণ লাভ করবে।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 সে তোমাকে এমন কথা বলিবে, যাহা দ্বারা তুমি ও তোমার সমস্ত পরিবার পরিত্রাণ প্রাপ্ত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 তিনি এসে যে সব কথা বলবেন তারই দ্বারা তুমি ও তোমার গৃহের সকলে উদ্ধার লাভ করবে।’ অধ্যায় দেখুন |