প্রকাশিত বাক্য 21:20 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 চতুর্থটা পান্নার, পঞ্চম বৈদূর্য্যের, ষষ্ঠ সার্দ্দীয় মণির, সপ্তম স্বর্ণমণির, অষ্টম গোমেদকের, নবম পদ্মরাগের, দশম লশুনীয়ের, একাদশ পেরোজের, দ্বাদশ কটাহেলার। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 পঞ্চমটি বৈদুর্যের, ষষ্ঠটি সার্দ্দীয় মণির, সপ্তমটি পোখরাজের, অষ্টমটি গোমেদকের, নবমটি পদ্মরাগের, দশমটি লশুনীয়ের, একাদশটি পেরোজের, দ্বাদশটি কটাহেলার। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 পঞ্চম বৈদুর্য্যের, ষষ্ঠ সার্দীয় মণির, সপ্তম হেমকান্তমণির, অষ্টম গোমেদের, নবম পদ্মরাগমণির, দশম লশুনিয়ের, একাদশ পেরোজের ও বারো জামিরা মণির। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 পঞ্চম বৈদূর্য মণি, ষষ্ঠ রুধিরাখ্য মণি, সপ্তম গোমেদ মণি, অষ্টম ফিরোজা মণি, নবম পোখরাজ মণি, দশম হেমকান্ত মণি, একাদশতম রক্তাভ মণি এবং দ্বাদশতমটির ভিত্তি পিঙ্গলমণির। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 চতুর্থ মরকতের, পঞ্চম বৈদূর্য্যের, ষষ্ঠ সার্দ্দীয় মণির, সপ্তম স্বর্ণমণির, অষ্টম গোমেদকের, নবম পদ্মরাগের, দশম লশুনীয়ের, একাদশ পেরোজের, দ্বাদশ কটাহেলার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 ষষ্ঠটি লাল বর্ণ মণির, সপ্তমটি স্বর্ণ মণির, অষ্টমটি ফিরোজা মণির, নবমটি পোখরাজ মণির, দশমটি হলুদ সবুজ বর্ণ মণির, একাদশতমটি রক্তাভ ফলসাবর্ণ মণির, দ্বাদশতমটি জামীরা মণির। অধ্যায় দেখুন |