প্রকাশিত বাক্য 2:18 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 থুয়াতীরা শহরের মণ্ডলীর দূতের কাছে লেখ; যিনি ঈশ্বরের পুত্র, যাঁর চোখ আগুনের শিখার মত এবং যাঁর পা পালিশ করা পিতলের মত, তিনি এই কথা বলছেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আর থুয়াতীরায় অবস্থিত মণ্ডলীর ফেরেশতাকে এই কথা লিখ— যিনি আল্লাহ্র পুত্র, যাঁর চোখ আগুনের শিখার মত ও যাঁর পা উজ্জ্বল ব্রোঞ্জের মত, তিনি এই কথা বলেন; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 “থুয়াতীরায় অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো: যিনি ঈশ্বরের পুত্র, যাঁর দুটি চোখ জ্বলন্ত আগুনের শিখার মতো ও যাঁর দু-পা ঝকঝকে পিতলের মতো, তিনিই একথা বলছেন: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 থিয়াতীরা মণ্ডলীর দূতকে লেখ:যিনি ঈশ্বর-তনয়, নয়ন যার বহ্নিশিখার মত, চরণ উজ্জ্বল পিতলের মত, তিনি বলছেনঃ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আর থুয়াতীরাস্থ মণ্ডলীর দূতকে লিখ;— যিনি ঈশ্বরের পুত্র, যাঁহার চক্ষু অগ্নিশিখার তুল্য, ও যাঁহার চরণ সুপিত্তলের সদৃশ, তিনি এই কথা কহেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 “থুয়াতীরাস্থ মণ্ডলীর স্বর্গদূতের কাছে এই কথা লেখ: “যিনি ঈশ্বরের পুত্র, যাঁর চোখ আগুনের শিখার মতো ও যাঁর পা উজ্জ্বল পিতলের মতো, তিনি এই কথা বলছেন: অধ্যায় দেখুন |