প্রকাশিত বাক্য 19:12 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 তাঁর চক্ষু জ্বলন্ত আগুনের শিখার মত এবং তাঁর মাথায় অনেকগুলি মুকুট আছে; তাঁর গায়ে একটা নাম লেখা আছে যেটা তিনি ছাড়া আর অন্য কেউ জানে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 তাঁর চোখ আগুনের শিখা এবং তাঁর মাথায় অনেক রাজমুকুট; এবং তাঁর একটি লেখা নাম আছে, যা তিনি ছাড়া অন্য কেউ জানে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 তাঁর দুই চোখ জ্বলন্ত আগুনের শিখার মতো এবং তাঁর মাথায় আছে অনেক মুকুট। তাঁর উপরে একটি নাম লেখা আছে, যা স্বয়ং তিনি ছাড়া আর কেউ জানে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 তাঁর চক্ষু বহ্নিশিখার মত। তাঁর মস্তকে অএক কিরীট। তাঁর ললাটে অঙ্কিত একটি নাম যা তিনি ছাড়া আর কেউ জানে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 তাঁহার চক্ষু অগ্নিশিখা, এবং তাঁহার মস্তকে অনেক কিরীট; এবং তাঁহার একটী লিখিত নাম আছে, যাহা তিনি ব্যতীত অন্য কেহ জানে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 আগুনের শিখার মতো তাঁর চোখ, আর তাঁর মাথায় অনেকগুলি মুকুট আছে; সেই মুকুটগুলির উপর এমন এক নাম লেখা আছে, যার অর্থ তিনি ছাড়া অন্য আর কেউ জানে না। অধ্যায় দেখুন |