প্রকাশিত বাক্য 11:14 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 এই ভাবে দ্বিতীয় বিপদ কাটল। দেখ, তৃতীয় বিপদ তাড়াতাড়ি আসছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 দ্বিতীয় বিপর্যয় গত হল; দেখ, তৃতীয় বিপর্যয় শীঘ্রই আসছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 দ্বিতীয় দুর্দশার অবসান হল; শীঘ্রই তৃতীয় দুর্দশা এসে উপস্থিত হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 দ্বিতীয় বিপর্যয়ের অবসান হল। তৃতীয় বিপর্যয় কিন্তু তখনও আসন্ন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 দ্বিতীয় সন্তাপ গত হইল; দেখ, তৃতীয় সন্তাপ শীঘ্রই আসিতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 দ্বিতীয় সন্তাপ কাটল। দেখ, তৃতীয় সন্তাপ শীঘ্রই আসছে। অধ্যায় দেখুন |