পরমগীত 8:12 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 আমার নিজের আঙ্গুর ক্ষেত আছে; হে শলোমন, সেই হাজার শেকল রূপা (বারো কেজি রূপা) তোমারই থাকুক এবং দুশো শেকল রূপা (আড়াই কেজি রূপা) কৃষকদের হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 আমার নিজের আঙ্গুরক্ষেত আমার সম্মুখে; হে সোলায়মান, সেই হাজার মুদ্রা তোমারই হবে। দুই শত মুদ্রা কৃষকদের থাকবে। ---- অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 কিন্তু আমার নিজের দ্রাক্ষাকুঞ্জ দিতে পারি শুধু আমিই; হে শলোমন, এই 1,000 শেকল রৌপ্যমুদ্রা তোমার জন্য, আর আমার দ্রাক্ষাকুঞ্জের উৎপাদিত ফলের পরিচর্যাকারী কৃষকেরা পাবে মাথাপিছু 200 শেকল রৌপ্যমুদ্রা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 শলোমন পান সহস্র মুদ্রা, অংশরূপে পায় কৃষকেরা দুই শত। আমারও একটি দ্রাক্ষাকুঞ্জ আছে, সে আমার, আমারই একান্ত! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 আমার নিজের দ্রাক্ষাক্ষেত্র আমার সম্মুখে; হে শলোমন, সেই সহস্র মুদ্রা তোমারই হইবে, দুই শত মুদ্রা কৃষকদিগের থাকিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 শলোমন তুমি তোমার 1000 শেকেল রাখতে পারো। প্রত্যেকে যারা দ্রাক্ষা এনেছে তাদের 200 শেকেল করে দাও। কিন্তু আমি আমার নিজের দ্রাক্ষা ক্ষেত নিজের কাছে রাখবো! অধ্যায় দেখুন |