পরমগীত 7:8 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 আমি ভাবলাম, “আমি সেই খেজুর গাছে উঠতে চাই, আমি তার ডাল ধরব।” তোমার বুক দুটি আঙ্গুরের থোকার মত হোক এবং তোমার নিঃশ্বাসের সুগন্ধ আপেলের মত হোক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 আমি বললাম, আমি খেজুর গাছে উঠবো, আমি তার ফলের ছড়া ধরবো; তোমার কুচযুগ আঙ্গুর ফলের গুচ্ছস্বরূপ হোক, তোমার নিশ্বাসের গন্ধ আপেলের মত হোক; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 আমি বললাম, “আমি এই খেজুর গাছে আরোহণ করব; এর ফল আমি শক্ত হাতে অধিকার করব।” তোমার স্তনদ্বয় হয়ে উঠুক দ্রাক্ষাগুচ্ছস্বরূপ, তোমার নিঃশ্বাস ভরে উঠুক আপেলের গন্ধে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 সেই গাছ থেকে আমি পেড়ে আনব তার ফলসম্ভার। আমার নয়নে তোমার স্তনযুগল যেন গুচ্ছ গুচ্ছ রসাল দ্রাক্ষাফল, আপেলের মধুর সুগন্ধ আসে তোমার নিঃশ্বাসে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 আমি কহিলাম, আমি খর্জ্জুর বৃক্ষে উঠিব, আমি তাহার বাগুড়া ধরিব; তোমার কুচযুগ দ্রাক্ষাফলের গুচ্ছস্বরূপ হউক, তোমার নিঃশ্বাসের আঘ্রাণ নাগরঙ্গের ন্যায় হউক; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 আমি সেই গাছে চড়তে চাই, এবং আমি তার ডাল ধরতে চাই। তোমার বক্ষযুগল দ্রাক্ষার থোকার মত সুগন্ধিময় হোক্। অধ্যায় দেখুন |