Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




পরমগীত 7:3 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তোমার বুক দুটি হরিণের দুটি শিশুর মত, কৃষ্ণসার হরিণের যমজ শিশু মত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 তোমার স্তনযুগল দুই হরিণের বাচ্চার মত, হরিণীর যমজ বাচ্চার মত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 তোমার দুটি স্তন যেন দুটি হরিণশাবক, যেন গজলা হরিণীর যমজ শাবক।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 কুচযুগ যেন যুগল মৃগ, যমজ হরিণসম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তোমার কুচযুগ দুই হরিণশাবকের ন্যায়, হরিণীর যমজ দুইটী বৎসের ন্যায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 তোমার স্তন দুটি গজলা হরিণের যমজ শাবকের মত।

অধ্যায় দেখুন কপি




পরমগীত 7:3
5 ক্রস রেফারেন্স  

তোমার বুক দুটি যেন লিলি ফুলের বনে ঘুরে বেড়ানো কৃষ্ণসার হরিণের যমজ বাচ্চার মত।


তোমার দাঁতগুলি স্নান করে আসা ভেড়ীর পালের মত; তাদের প্রত্যেকেরই জোড়া আছে, কোনটাই হারিয়ে যায়নি।


নপ্তালি মুক্ত হরিণী, সে মনোহর বাক্য বলে।


কারণ সে প্রেমময় হরিণী ও অনুগ্রহপূর্ণ হরিণী; তারই বক্ষ দ্বারা তুমি সব দিন তৃপ্ত হও; তার প্রেমে তুমি সবদিন আকৃষ্ট থাক।


তোমার নাভি দেখতে গোল বাটির মত যার মধ্যে কখনো মেশানো আঙ্গুর রসের অভাব হয় না। তোমার উদর গমের স্তূপের মত, যার চারপাশ লিলি ফুল দিয়ে ঘেরা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন