পরমগীত 2:8 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 ঐ শোন, আমার প্রিয়ের শব্দ, ঐ দেখ, তিনি আসছেন; তিনি পাহাড় পর্বতের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে আসছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 ঐ মম প্রিয়ের কণ্ঠস্বর! দেখ, তিনি আসছেন, পর্বতমালার উপর দিয়ে, উপপর্বতগুলোর উপর দিয়ে নৃত্য পরায়ণ হয়ে আসছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 ওই শোনো! এ যে আমার প্রেমিক! ওই দেখো, পর্বতমালা পেরিয়ে, লম্ফঝম্প সহকারে পাহাড় টপকে তিনি আসছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 ঐ শোন আমার প্রিয়তমের কন্ঠস্বর, আসছেন তিনি, পার হয়ে কত গিরিপথ, অতিক্রম করে কত পাহাড়-পর্বত আসছেন তিনি, আসছেন ছুটে আমার কাছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 ঐ মম প্রিয়ের রব! দেখ, তিনি আসিতেছেন, পর্ব্বতগণের উপর দিয়া, উপপর্ব্বতগণের উপর দিয়া লম্ফে ঝম্ফে আসিতেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 শোন! আমার প্রেমিক আসছে। সে লাফ দিয়ে পর্বত পার হচ্ছে এবং পাহাড় ডিঙিয়ে আসছে। অধ্যায় দেখুন |