পরমগীত 1:9 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 হে আমার প্রিয়তমা, আমি ফরৌণের রথের এক স্ত্রী ঘোড়ার সঙ্গে তোমাকে তুলনা করেছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 ফেরাউনের রথের একটি স্ত্রী-ঘোড়ার সঙ্গে অয়ি মম প্রিয়তমে! আমি তোমার তুলনা করেছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 প্রিয়তমা আমার, আমি তোমাকে তুলনা করেছি ফরৌণের অন্যতম এক রথের সঙ্গে যুক্ত এক অশ্বিনীর সঙ্গে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 ওগো মোর প্রিয়তমা, ফারাও-এর রথের অশ্বকুলের মাঝে তুমি অশ্বিনীরূপসী যথা—সেই তব যোগ্য উপমা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 ফরৌণের রথের এক অশ্বিনীর সহিত, অয়ি মম প্রিয়তমে! আমি তোমার তুলনা করিয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 হে আমার প্রিয়তমা, আমার কাছে তুমি ফরৌণের রথ টেনে নিয়ে যাওয়া যৌনাঙ্গ ছেদ না করা যে কোন ঘোড়ীর চেয়ে বেশী উদ্দীপক। ঐ ঘোড়াগুলোর মুখের পাশে এবং গলার চারপাশে অপূর্ব নক্শা করা আছে। অধ্যায় দেখুন |