পরমগীত 1:16 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 প্রিয় তাঁর প্রিয়কে বললেন, কি সুন্দর তুমি! হ্যাঁ, তুমি খুবই সুন্দর। আমাদের বিছানা সবুজ বর্ণের হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 হে আমার প্রিয়! দেখ, তুমি সুন্দর, হ্যাঁ, তুমি মনোহর, আর আমাদের পালঙ্ক সবুজ রংয়ের। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 ওগো আমার প্রিয়তম, সুদর্শন তুমি! আহা, কী মনোহর তুমি! আমাদের শয্যাও কেমন শ্যামল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 ওগো প্রিয় মোর, তুমিও যে সুন্দর রূপবান তুমি, তুমি কত মনোহর, আমার আনন্দ তুমি! শ্যামল তৃণশায্যা মোদের বাসক শয়ন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 হে আমার প্রিয়! দেখ, তুমি সুন্দর, হাঁ, তুমি মনোহর, আর আমাদের শয্যা হরিদ্বর্ণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 হে মম প্রিয়তম, তুমি অনুপম! এবং তুমি প্রচণ্ড আকর্ষণীয়! আমাদের শয্যা সবুজ ঘাসের বাগানের মতোই মনোরম! অধ্যায় দেখুন |