Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 7:8 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 পরোশের বংশধর দুই হাজার একশো বাহাত্তর জন;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 পরোশের সন্তান দুই হাজার এক শত বাহাত্তর জন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 পরোশের বংশধর 2,172 জন,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8 পারোশের বংশধর 2172

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 পরোশের সন্তান দুই সহস্র এক শত বাহাত্তর জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 পরোশের উত্তরপুরুষ 2172

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 7:8
7 ক্রস রেফারেন্স  

শোবেক, রহূম, হশব্‌না, মাসেয়,


লোকদের নেতাদের মধ্য থেকে যাঁরা সীলমোহর দিয়েছিলেন তাঁরা হলেন পরোশ, পহৎ মোয়াব, এলম, সত্তূ, বানি,


শখনিয়ের সন্তানদের মধ্যে, পরোশের সন্তানদের মধ্যে সখরিয় এবং বংশাবলিতে নির্দিষ্ট তার সঙ্গী একশো পঞ্চাশ জন পুরুষ৷


পরোশের বংশধরদের সংখ্যা দুই হাজার একশো বাহাত্তর জন৷


আর ইস্রায়েলের মধ্যে, পরিয়োশের সন্তানদের মধ্যে রমিয়, যিষিয়, মল্কিয়, মিয়ামীন, ইলীয়াসর, মল্কিয় ও বনায়৷


তারা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, অসরিয়, রয়মিয়া, নহমানি, মর্দখয়, বিলশন, মিস্পরৎ, বিগবয়, নহূম ও বানা এদের সঙ্গে ফিরে আসল। সেই ইস্রায়েলীয়দের পুরুষ সংখ্যা;


শফটিয়ের বংশধর তিনশো বাহাত্তর জন;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন