Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 7:60 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

60 নথীনীয়েরা ও শলোমনের চাকরদের বংশধরেরা মোট তিনশো বিরানব্বই জন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

60 নথীনীয়েরা ও সোলায়মানের গোলামদের সন্তান সবসুদ্ধ তিন শত বিরানব্বই জন ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

60 মন্দিরের দাসেরা এবং শলোমনের দাসদের বংশধর 392 জন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

60 উপাসনাগৃহের ভৃত্য এবং শলোমনের ভৃত্যদের বংশধরেরা

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

60 নথীনীয়েরা ও শলোমনের দাসদের সন্তান সর্ব্বশুদ্ধ তিন শত বিরানব্বই জন ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

60 মন্দিরের দাস ও শলোমনের দাসদের উত্তরপুরুষ 392

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 7:60
4 ক্রস রেফারেন্স  

নথীনীয়েরা (যারা মন্দিরের কাজ করত) ও শলোমনের দাসদের বংশধররা মোট তিনশো বিরানব্বই জন৷


নিজেদের নানা শহরে যারা প্রথমে নিজের নিজের অধিকারে বাস করল, তারা এই ইস্রায়েলীয়রা, যাজকরা, লেবীয়রা ও নথীনীয়রা।


শফটিয়, হটীল, পোখেরৎ হৎসবায়ীম ও আমোনের বংশধরেরা।


তেল্‌ মেলহ, তেল্‌হর্শা, করূব, অদ্দন ও ইম্মেরের এই এলাকা থেকে নিম্নলিখিত লোকেরা এল আসল; কিন্তু তারা ইস্রায়েলীয় লোক কি না, এ বিষয়ে নিজের নিজের বাবার বংশ কি গোষ্ঠীর প্রমাণ করতে পারল না;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন